দর্শন বিভাগ সম্পর্কে
ইংরেজী “Eden” শব্দটির বাংলা অর্থ করলে যা দাঁড়ায়, তা হলো “স্বর্গোদ্যান”। ১৮৭৩ সালে “ঢাকা ফিমেল স্কুল” নামে যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল, হাঁটি হাঁটি পা পা করে সেটি ২০২৩ এসে সার্ধশত বছরে পদার্পণ করে সত্যি সত্যিই এক স্বর্গোদ্যানে পরিণত হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে এক আকাঙ্ক্ষার নাম ইডেন, এক স্বপ্নের নাম এখন ইডেন। ইডেন মানেই আমাদের অত্যন্ত ভাললাগার স্থান, ভালবাসার জায়গা। আর এ স্বর্গোদ্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে আমাদের “দর্শন বিভাগ”-যে বিভাগে ভর্তি হয়ে ছাত্রীরা পাচ্ছে জ্ঞানচর্চার, চিন্তার প্রসার ঘটাবার মতো অপার সুযোগ।